শায়েস্তাগঞ্জে তাফসিরুল কোরআন মহাসম্মেলনে হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক
কামরুল হাসান ॥ ‘ধর্মের বিরোধীতা করার জন্য রাজনীতি করবেন না’ বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি বলেন, রাজনীতি করবেন জনগণের কল্যাণের জন্য, রাজনীতি করবেন সমাজ কল্যাণের উদ্দেশ্যে।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজার শাহী ঈদগাহে ৭৬তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাফসীর মাহফিলে হাজার হাজার মানুষ তাঁকে দেখতে তাঁর বক্তব্য শুনতে বিকেল থেকেই ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর বিশাল মাঠে তৌহিদী জনতার ঢল নামে। ঈদগা মাঠে স্থান সংকুলান না হওয়ায় অতিরিক্ত মুসল্লিদের জন্য নুরে মদীনা মাদরাসা মাঠে প্রজেক্টর বসানো হয়। এছাড়া শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়ক, আশপাশের বাড়ির আঙিনা, বাসার ছাদেও মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মাওলানা মামুনুল হক মঞ্চে উঠার পর মুসল্লিদের ঢল সামলাতে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘলাইন লেগে যায়।
সরকার বিরোধী বক্তব্য, ভাস্কর্য নিয়ে কোনো কথা ও কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবেন না শর্তে তাঁকে মাহফিলে বক্তব্য দেওয়ার অনুমতি দেয় প্রশাসন। তিনি মাহফিলে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেননি বলে জানায় তাফসীর পরিচালনা কমিটি।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, মাওলানা মামুনুল হক তাফসির মাহফিলে সরকারবিরোধী কোনো বক্তব্য দেননি। তবে আইন-শৃঙ্খলায় যেন কোনো ধরনের অবনতি না ঘটে সেদিকে প্রশাসন সার্বক্ষণিক নজর রেখেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com