রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের সমছু মিয়া হত্যা মামলার রায়ে প্রধান আসামী আব্দুল হান্নান সহ ১১ আসামীই বেকসুর খালাস পেয়েছেন। ঘটনার প্রায় ২৫ বছর পর প্রদত্ত রায়ে খালাসপ্রাপ্ত অন্য ১০ আসামী হলেন আব্দুর রহিম (পলাতক), আব্দুল মন্নাফ, আব্দুল ওয়াহিদ, সামছু মিয়া, অদুদ মিয়া, আবুল কালাম, হাফিজুল ইসলাম, আব্দুল কদ্দুছ, জিলু মিয়া ও আব্দুল হামিদ। মঙ্গলবার দুপুরে আদালতে উপরোক্ত আসামীদের খালাস দেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক জিয়া উদ্দিন মাহমুদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর ওই উপজেলার জিরুন্ডা-মানপুর এলাকার বাসিন্দা সমছু মিয়াকে (৬০) হত্যা করা হয়েছে বলে তার পুত্র নোয়াব আলী সাংবাদিক আব্দুল হান্নানসহ উপরোক্ত আসামীদের নাম উল্লেখপূর্বক একই সালের ১০ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ১৯৯৬ সালের ২০ মার্চ ডিবি পুলিশ এই মামলার সকল আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে। এদিকে এই মামলা চলাকালে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হবার পর আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম ও আসামীপক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
ঘটনার প্রায় ২৫ বছর পর মামলার রায় ঘোষণা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com