হবিগঞ্জে ফ্রেন্ডস অব সিলেট ইউকে এর অর্থায়নে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বই ও বই কেনার অর্থ প্রদান করা হয়েছে। গত সোমবার জেলা আইনজীবী সমিতির সভাপতির অফিস কক্ষে বই ও বই কেনার অর্থ প্রদান করেন হবিগঞ্জ মহিলা কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট রুখসানা জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বদরু মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ। এসময় অ্যাডভোকেট রুখসানা জামান চৌধুরী জানান, এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com