স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামে বাড়ির সীম-সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগঞ্জ থানার (ওসি) আনিছুজ্জামান জানান, ওই গ্রামের আব্দুস সালামের পুত্র ইসমাইল মিয়ার সাথে একই গ্রামের আতর আলীর পুত্র ইসলাম উদ্দিনের দীর্ঘদিন যাবত বাড়ির সীম-সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে স্বপ্না আক্তার, নুরুন্নাহার, ফজল মিয়া, শাহজাহান, রাকিব মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুর রহিম, রোকেয়া খাতুন, দুলাল মিয়া, মুসলিম উদ্দিন, রুবেল মিয়া, শামীম মিয়া, জলিল মিয়া, কিম্মত আলী, সাইদুর রহমান, ইসলাম মিয়া, সুহেল মিয়া, মমতা বেগমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com