স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) বলেছেন- সততার সাথে কাজ করে নবীগঞ্জ ও বাহুবলকে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। সেই সাথে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে-ঘরে বিদ্যুত’ কর্মসূচির আওতায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সৌর বিদ্যুত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ্ গুল আহমেদ কাজল ও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহী দেওয়ান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদ বিন হাসান, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা, সাবেক ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল, প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ শাহনূর আলম ছানু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক ফজল চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার প্রমূখ। অনুষ্ঠান শেষে সৌর বিদ্যুত এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন এমপি মিলাদ গাজী।
নবীগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের মাঝে সৌর বিদ্যুত ও অসুস্থ রোগীদের মাঝে চেক বিতরণকালে এমপি মিলাদ গাজী
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com