স্টাফ রিপোর্টার ॥ বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষ বাধে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, ওই গ্রামের জহুর উদ্দিনের পুত্র বাবর আলীর সাথে একই গ্রামের মরম আলীর পুত্র কুদ্দুছ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সাড়ে ৩টার দিকে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে কুদ্দুছ আলী, বাবর আলী, তোফাজ্জুল হোসেন, আলী হোসেন, ছাবর আলী, আব্দুল খালেক, জায়েদা খাতুন, জলিল মিয়া, হারুন মিয়া, রোজিনা আক্তার, ইয়ার চান বিবি, করিম মিয়া, শাহ আলম, জাহানারা, আবুল মিয়া, ছালেক মিয়া ও সালাম মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com