চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ সমাপ্ত হয়েছে। সোমবার সকাল ১১টায় ইউএনও সভাকক্ষে সমাপনী দিনে চাষীদের মাঝে পুুুুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরে আলম সিদ্দিকির পরিচালানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, ব্যকস সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক নোমান মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুছ ছামাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন প্রমূখ। সমাপনি শেষে তিনজন চাষীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com