স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর শিক্ষা ও উন্নয়ন ফোরামের উদ্যোগে ২০১৮ সালের এইচএসসি ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তির দায়িত্ব নেয়া হয়েছে। গতকাল বিকাল ৩টায় উমেদনগর সরকারি পুকুরপাড় সংলগ্ন আমেরিকান বাড়ির সামনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রভাষক এস এম লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্যানেল মেয়র নুরুল আমিন ওসমান, বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট মুরুব্বী ফজলুল হক সজলু, অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, মঈন উদ্দিন খান পলাশ, তৌহিদুল ইসলাম তৌহিদ, হাবিবুর রহমান নিরু, তাজুল ইসলাম মুতি। অন্যান্যদের বক্তব্য রাখেন আব্দুল হান্নান ফরিদ, মনসুর আলী, আফজাল আহমেদ, মোঃ আবদুল মালেক, মুখলিছুর রহমান, আহমেদ জামান খাঁন শুভ, অলিউর রহমান সোহাগ, আবুল কাশেম রুবেল, জোবায়েদ মিয়া, প্রদীপ সূত্রধর, শেখ রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান ফাহিম, আনিছুর রহমান রাজিব, নুরুল হক, ওয়াহিদ মিয়া, আশরাফুল আলম সবুজ, জ্যোতিষ শীল, ঝুমুর রায়, সোহেল আহমেদ রানা, অঞ্জন রায়, সামাল হোসেন, কাওছার মিয়া, পারভেজ আহমেদ, মোঃ আল আমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র বলেন, উমেদনগরে শিক্ষার হার বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে এবং উমেদনগরকে উন্নত করতে হলে শিক্ষাকেই মূল হাতিয়ার হিসেবে বেছে নিতে হবে। তিনি উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে এলাকার অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তির জন্য সংগঠনের পক্ষ থেকে ও এলাকার সমাজসেবকরা দায়িত্ব নেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com