স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) মোঃ তাহমিদুল ইসলাম। তিনি সোমবার খোয়াই নদীর কামড়াপুর এলাকার বাঁধ পরিদর্শন করেন। এ সময় বাঁধের আরো উন্নয়ন করার জন্য আশ^স্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ নুরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাওহিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com