নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। নবীগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এটিএম সালামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান খান, কাউন্সিলর জায়েদ চৌধুরী, কাউন্সিলর কবির মিয়া, কাউন্সিলর সুন্দর আলী, ইউসিসি ব্যাংক নবীগঞ্জ শাখা ব্যবস্থাপক মুহিত ভট্টাচার্য্য, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এম এ বাছিত, বিশিষ্ট সংগীত শিল্পী ও সা.রে.গামা একাডেমির পরিচালক বিন্দু সুত্রধর, সাংবাদিক আলমগীর মিয়া, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, বিশ^ সংবাদ বিতানের সত্ত্বাধিকারী পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী। পরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com