স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকরা জাতির বিবেক আর সংবাদপত্র সমাজের দর্পন। উন্নয়নের কথা বলতে গেলেই গণমাধ্যমের প্রসঙ্গ আসবে। গত দশ বছরে আমরা হবিগঞ্জকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে গেছি। এই উন্নয়নে সাংবাদিকরাও কৃতিত্বের দাবিদার। দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বেলা ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আমি সাংবাদিক সমাজের সুখে-দু:খে পাশে থেকেছি। ভবিষ্যতেও সবসময় হবিগঞ্জের সাংবাদিকদের পাশে থাকব ইনশাল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় হবিগঞ্জের পুলিশ সুপার বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। অনেক মামলার তদন্তকাজে পুলিশ-সাংবাদিক মিলে একযোগে কাজ করতে হয়। এ সময় তিনি হবিগঞ্জের সাংবাদিকদের দায়িত্ব পালনে ভূয়সী প্রশংসা করেন।
কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। যায়যায়দিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো: নূরুল হক কবিরের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন মুক্তা, আমেনা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য বাদল কুমার রায়, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, সাংবাদিক ফোরামের সভাপতি শাকীল চৌধুরীসহ হবিগঞ্জের সর্বস্তরের সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। সভা শেষে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
হবিগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com