বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধ পলিথিন বহনের অপরাধে ট্রাকচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া প্রায় সাড়ে ৪ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ অর্থদন্ড করেন। রোববার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকা থেকে হাইওয়ে পুলিশ ট্রাকভর্তি উল্লেখিত পরিমাণ অবৈধ পলিথিন আটক করে। পরে আটককৃত ট্রাক ও চালককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক উক্ত জরিমানা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com