স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামের রসরাজ চৌধুরীর ছেলে দয়াল চৌধুরী (২৪) ও একই গ্রামের রিসু রাজ চৌধুরীর ছেলে অপূর্ব চৌধুরী (২৯)।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশীদ পিএসসি জানান- রবিবার দিবাগত রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com