স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তিতখাই গ্রামে জায়গা দখল নিয়ে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৫ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই গ্রামের জয়নাল আবেদীনের সাথে তার প্রতিবেশী আব্দুর রউফের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল ওই সময়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার এসআই পলাশ চন্দ্র দাসসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ সময় সংঘর্ষে উস্কানি ও জড়িত থাকার অভিযোগে জামাল মিয়া, নবীর হোসেন, আয়াত আলী, আহাম্মদ আলী ও মামুন মিয়াকে আটক করে পুলিশ। গতকাল বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com