স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভাসহ বাংলাদেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তারা রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন। তাদের দাবি আদায়ের জন্য সারাদেশের কর্মকর্তা-কর্মচারীরা মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন সোমবার। এর আগে রবিবার সকালে কর্মসূচির শুরু হয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। এদিকে আন্দোলন কর্মসূচির সাথে সাথে বন্ধ রয়েছে সারাদেশের পৌর নাগরিক সেবা। এতে করে সারাদেশের পৌরএলাকার পরিচ্ছন্নতা, সড়কবাতি, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সকল সেবাগ্রহনকারী নাগরিকবৃন্দ বিড়ম্বনার শিকার হচ্ছেন। ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে মুহুর্মূহু শ্লোগানে চারিদিক প্রকম্পিত করে তুলেছেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলীম মোল্লা বলেন এ দাবি দেশের ৩২ হাজার ৫শ’ কর্মকর্তা-কর্মচারীর অধিকার আদায়ের দাবি। সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান বলেন পৌরকর্মকর্তা-কর্মচারীরা মানুষের জন্ম হতে মৃত্যু পর্যন্ত সকল নাগরিকসেবা প্রদান করতে দিনরাত পরিশ্রম করেন। কিন্তু তাদের বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার হতে দেয়া হয় না। চাকুরী শেষে তাদের পেনশন পাওয়ারও কোন ব্যবস্থা নেই। এটা খুবই অমানবিক। এক দেশে দুই নীতি হতে পারে না। এটা পৌরকর্মকর্তা-কর্মচারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ।