মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তারের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ শাহীন মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, বিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপক নাছিম আহমেদ, কলেজের দাতা সদস্য ইমরানুল হক শাকিল, জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রভাষক কামরুল হাসান রিপন, মোঃ মহিউদ্দিন, তহুরা বেগম, তাদিবা সুলতানা, মোঃ রফিকুল ইসলাম, কাজী শেফা, সুবর্ণা সাহা, আরিফুল ইসলাম, মিঠুন কান্তি পাল, তামান্না ফেরদৌস, মোঃ মুজিবুর রহমান, মোঃ লুৎফুর রহমান, মিতালী রাণী দাশ, মোঃ হোসেনসহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, নিজের যোগ্যতা প্রমাণে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এতে জয়-পরাজয় থাকবে। পুরস্কার পাওয়া বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশ নেওয়াই উত্তম। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশের নাগরিক। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই সুশিক্ষা গ্রহণ করে দেশের জন্য নিজেকে আত্মনিয়োগ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
আলোচনা সভা শেষে কলেজের পক্ষ থেকে অতিথিদেরকে উপহার ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।