মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরের পৌরসভা এলাকায় কাজ করতে গিয়ে মনু মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু ঘটে। সে সদর উপজেলার কাকুড়া কান্দি গ্রামের অনু মিয়ার পুত্র।
জানা যায়, মনু মিয়া পৌরসভা এলাকার একটি বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। গতকাল ওই বিল্ডিংয়ে রঙের কাজ করার এক পর্যায়ে সে পা পিছলে উপর থেকে নিচে পড়ে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মনু মিয়াকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সদর থানার এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com