সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্লার উদ্যোগে মাদ্রাসা ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলার সিংহগ্রাম জান্নাতুল নাঈম ইসলামীয়া মহিলা টাইটেল মাদ্রাসায় ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাসুকুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব ও লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নাহিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা মুহতাছিম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তৃতায় রবিউল ইসলাম (পিপিএম) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা ক্ষেত্রে মনোযোগী হয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে। কোন ভাবেই নিজেকে ছোট মনে করা যাবে না। প্রচুর পড়াশোনা করতে হবে। কোন বিভ্রান্তিতে নিজেকে জড়ানো যাবে না। সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে মা-বাবাসহ দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে হবে।