আলাউদ্দিন আল রনি ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা’র সহযোগিতায় মাধবপুর উপজেলার শতাধিক গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে থানা প্রাঙ্গনে হবিগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ নাজিমউদ্দিন গ্রাম পুলিশদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন। এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চৌমুহনী ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ ছোবান মিয়া শীতবস্ত্র হাতে পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- প্রচন্ড শীতের মধ্যে রাতে আমাদের ডিউটি করতে হয়। অনেক গ্রাম পুলিশের শীতের কাপড় কেনার সামর্থ্য নেই। কেউ আমাদের খবর রাখে না। স্যার আমাদের স্বরণ করে শীতবস্ত্র দিয়েছে। আমরা খুবই খুশী। স্যারের জন্য আমরা মনভরে দোয়া করি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com