মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় এক রাজমিস্ত্রি তার হেলপারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন। আহত ওই হেলপারকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আহমদ মিয়া (৩০) হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের ছুরত আলীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আহমদ জানায়, সে শহরতলীর জালালাবাদ এলাকার রাজমিস্ত্রি মঈন উদ্দিন বাবু’র সাথে হেলপার হিসেবে কাজ করে আসছে। গতকাল মঙ্গলবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবু তার হাতে থাকা হাতুড়ি দিয়ে আহমদের কানে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের চিকিৎসক মোল্লা আবিদুর রেজা জানান, আহমদের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত এএসআই নেছার মিয়া জানান, রাজমিস্ত্রির কাজে কথাকাটাকাটির জের ধরে আহমদকে পিটিয়ে আহত করা হয়েছে। থানায় অভিযোগ দেয়া হলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com