নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকার কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। দুই সন্ন্যাসীর লীলা দর্শকদের মুগ্ধ করে। কয়েকটি লীলার মধ্যে উল্লেখযোগ্য ছিল জলশয্যা, ভূমিশয্যা, জিহ্বায়, হাতে ও পেটে লোহার শিক ঢুকানো, রাম দা দিয়ে শরীরে আঘাত করা, দায়ের উপর দাঁড়িয়ে এক সন্ন্যাসীর মাঠ পরিদর্শন, কালীর নাচ এবং দুই’জনকে পিঠে বড়শী গেঁথে চড়ক গাছের সাথে ঝুলিয়ে ঘুরানো হয়। চড়ক পুজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পরেশ দাশ, আব্দুর রকিব, পিন্টু পুরকায়স্থ প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com