মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মোশাহিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় কালাই নমশুদ্র নামের এক জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে। নিহত মোশাহিদ মিয়া ওই গ্রামের কাচা মিয়ার ছেলে এবং আহত কালাই নমশুদ্র একই গ্রামের সাম নমশুদ্রের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার সকালে মোশাহিদ ও কালাই নমশুদ্র নৌকায় গজরাইরা বিলে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন তারা দু’জন। এ সময় মোশাহিদ নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান। আহত কালাইর চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোশাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কালাইকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান বলেন, বজ্রপাতে নিহত মোশাহিদ মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com