স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে র্যাবের হাতে ধর্ষণ মামলার আসামী আব্দুর রহমান গ্রেফতার হয়েছে। ১৬ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি এ, কে, এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে বাহুবল থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী আব্দুর রহমানকে গ্রেফতার করে। তাকে চুনারুঘাট থানার কালেঙ্গা বাজারের সামন থেকে গ্রেফতার করা হয়। আসামী আব্দুর রহমান পাকুরিয়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com