হবিগঞ্জবাসীর সমস্যা নিরসনে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাগণ প্রস্তুত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পরিত্যক্ত খোয়াই নদীতে গড়ে তোলা মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প উচ্ছেদ না করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ। শনিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা বলেন- বীর মুক্তিযোদ্ধাগণ সরকারের উন্নয়ন প্রকল্পের বিরোধী নয়। হবিগঞ্জবাসীর সকল সমস্যা নিরসনে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা ত্যাগ স্বীকার করতে প্রস্তত রয়েছেন। জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা দেশ ও জনগণের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। সেই মুক্তিযোদ্ধাদের বসতভিটা উচ্ছেদ না করে পরিত্যক্ত খোয়াই নদীর পাড় সংলগ্ন শ্রেণী পরিবর্তনকৃত ভিট ও লায়েক পতিত অকৃষি ভূমিতে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করে প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার করার আশ^াস দেন মুক্তিযোদ্ধাদের কল্যাণে সংগঠন হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ। তারা আরো বলেন- পুরাতন খোয়াই নদীর মুখ মাছুলিয়া বাধ থেকে রামপুরের প্রবাহমান নদীর বাধ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করতে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জবাসীর স্বার্থে সর্বাত্মক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। অথচ দুঃখজনক ভাবে সত্য যে, মাছুলিয়া পুরাতন খোয়াই নদীর মুখ থেকে প্রকল্প বাস্তবায়ন না করে উদ্দেশ্য প্রনোদিতভাবে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনের জেলা পরিষদের রাস্তার পর থেকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবনা করায় অসহায় বীর মুক্তিযোদ্ধাগণ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞ পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী। এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ উদ্দিন মাস্টার প্রমূখ।