নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি আলহাজ্ব শাহনেওয়াজ গাজী মিলাদ সৌদি আরবে ওমরাহ হজ্ব পালন শেষে শুক্রবার বিকালে নবীগঞ্জে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। নবীগঞ্জের শেরপুর সড়ক হতে মধ্য বাজার ও ওসমানী সড়কের লোকজনদের সাথে কুশল বিনিময় শেষে নবীগঞ্জ ডাকবাংলোতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ সাহেদ, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান সুমন, সহ-সভাপতি পিন্টু রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, সহ সভাপতি হিমাদ্রী শেখর দাশ, সবুর আহমদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা এটি এম রুবেল, যুবলীগ নেতা সাহেল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, মানিক দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তাকুলদার, উপজেলা ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী, মহিনুর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি বাবলু আহমদ, অনজন পুরকায়স্থ, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান রুবেলসহ বাহুবল উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী নবীগঞ্জে পৌছলে প্রায় শতাধিক মোটর সাইকেল শোডাউনসহ নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com