স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে সীমান্তবর্তী এলাকা তেলিয়াপাড়া চা বাগান থেকে ৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রবিবার দুপুরে তেলিয়াপাড়া চা বাগান ভারত বাংলাদেশ সীমান্ত মিশন লাইন থেকে এগুলো উদ্ধার করা হয়। তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক মোঃ বেলাল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি টহল দল ওই স্থানে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com