হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেছেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পৌরবাসী আমাকেই নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে পৌরবাসীর মতামত ও পরামর্শে হবিগঞ্জ পৌরসভাকে একটি সুন্দর ও আধুনিক পৌরসভায় রূপান্তরিত করার চেষ্টা করবো। রবিবার দিনব্যাপী দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৪নং ওয়ার্ডে নারিকেল গাছ প্রতীকের গণসংযোগকালে পৌরবাসীর উদ্দেশ্যে একথা বলেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল হাকিম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো.মাসুদ আলী ফরহাদ, জাসদ নেতা ঈসমাইল আহমেদ সেলিম, শাপলা সংসদের সহ-সভাপতি এনামুল খান, পৌর আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি রাসেল, শফিকুল ইসলাম বাবুল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিপন, ওয়ার্ড যুবলীগ সভাপতি সজিব দেব, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিপ্লব রায় সুজন, যুবলীগ নেতা দ্রুব জ্যোতি টিটু, মনিরুজ্জামান লিটন, আক্কাছ আলী, জুবায়ের ছাত্রলীগ নেতা শুভ, জুনু, আব্দুর রহিম মোবিন, তমিজ আলী প্রমুখ।
রাতে নারিকেল গাছ মার্কার সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও গণসংযোগ করেন মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com