আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে প্রশাসনের নিষেধ অমান্য করে দশম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ের প্রস্তুতি চলছে। বুধবার রাতে ওই ছাত্রীর গায়ে হলুদ সম্পন্ন হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর কুমার হাঠি গ্রামের রতন পালের কন্যা মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অষ্টমি পাল (১৫) এর সাথে বাহুবল উপজেলার মুড়াকড়ি গ্রামের যতীন্দ্র্র পালের পুত্র জন্টু পালের বিয়ের দিন ধার্য্য করে উভয়ের পরিবার। খবর পেয়ে বুধবার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলীকা সরকার ও থানার এসআই রেজাসহ একদল পুলিশ সরেজমিনে গিয়ে বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেন।
এসআই রেজা জানান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিয়ে বন্ধ করে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন ও তাদেরকে বাল্যবিয়ে না দেয়ার জন্য হুশিয়ারী প্রদান করে।
এদিকে একটি সুত্রে জানা যায়, প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতেই অষ্টমি পালের গায়ে হলুদ সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিয়ে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com