স্টাফ রিপোটার ॥ মাধবপুর থানার ২ দারোগাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগ। বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগ সভাপতি আনু মোহাম্মদ সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে ঢাকা-সিলেট মহাসড়কের কিবরিয়া স্কয়ারে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শাহ্ মোঃ স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান পাঠান বাদশা, আবির খান জীবন, ধর্মঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সোহেল মিয়া, বহরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরাশ উদ্দিন সুমন, আন্দিউড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম পাঠান, জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাকিল খান, বুল্লা ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক ফারুক ভুইয়া প্রমূখ। পথ সভায় বক্তারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজিজুল ইসলাম নাঈম ও এএসআই দেলোয়ার হোসেনকে প্রত্যাহারের দাবি জানান। ৭২ ঘন্টার ভিতরে তাদের প্রত্যাহার না করা হলে বৃহত্তম আন্দোলনের হুমকি দেন নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com