স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ জাহান মিয়া (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। শাহজাহান মিয়া হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শাহজাহান মিয়া তার সঙ্গী আরও দুইজনকে নিয়ে মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে আসছিলেন। কলিমনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ ঘটে। এতে শাহজাহান মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে এলে ডাঃ গৌতম বরণ মিস্ত্রি তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত প্রায় সোয়া ১২টায় শাহজাহান মিয়ার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে হবিগঞ্জের পরিবহন শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শ্রমিক নেতৃবৃন্দ শাহজাহান মিয়ার মৃত্যুর খবর পেয়ে তার বাসায় ছুটে যান। পরে দাফন কাপনে অংশ নেন।
হবিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী জানান, শ্রমিক নেতা শাহজাহান মিয়ার জানাজার নামাজ বুধবার বাদ আছর চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
শোক প্রকাশ ঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা শাহজাহান মিয়ার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা ট্র্যাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, শাহাজাহন মিয়া ছিলেন একজন নিবেদিত শ্রমিক নেতা। শ্রমিকদের যে কোন আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন। তিনি সকল শ্রমিকের সুখে-দুখে পাশে থাকতেন। তার মৃত্যুতে ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com