হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ মেয়াদোত্তীর্ণ পানীয়জাত দ্রব্য ও শিশু খাদ্য সংরক্ষণ এবং বিক্রি করায় হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার সড়কের মুখে অবস্থিত মেসার্স সায়াদত টেলিকম/সায়াদত স্টোরকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের মাস্টার কোয়ার্টার সড়কের মুখে অবস্থিত মেসার্স সায়াদত টেলিকম/সায়াদত স্টোরে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পানীয়জাত দ্রব্য ও শিশু খাদ্য সংরক্ষণ দেখতে পায়। এসব পণ্য বিক্রি করার দায়ে মেসার্স সায়াদত টেলিকম/সায়াদত স্টোরকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া উক্ত প্রতিষ্ঠানকে শিশু খাদ্যজাত দ্রব্যাদি বিক্রয়ে ডিলিং লাইসেন্স সংগ্রহের তাগিদ দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা জানান, জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com