হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার পাওয়ার হাউজের সামনে ৫০ কেজি গাঁজাসহ মাধবপুরের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার বেলা ১টায় ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার কালিকাপুর দক্ষিণপাড়ার আঃ হামিদের পুত্র কামাল মিয়া (৩৫)। অভিযানকালে গাঁজা পরিবহণের কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপে করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে। এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। এতে দেখা যায় একজন মাদক ব্যবসায়ী হবিগঞ্জ হতে টাটা মটরস্ লিঃ এর ব্লু রংয়ের পিকআপে করে গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এ প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিট হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন পাওয়ার হাউজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীকালে বেলা প্রায় ১টায় গোয়েন্দা তথ্যে প্রাপ্ত পিকআপটি তল্লাশী চৌকির কাছে আসলে পিকআপটি থামানোর সংকেত দেয়া হয়। পিকআপটি থামালে কামাল মিয়াকে পিকআপসহ আটক করা হয়। পরে আটককৃত পিকআপ তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
হবিগঞ্জ হতে পিকআপে করে গাঁজার চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিল আটক কামাল মিয়া
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com