চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব বর্ষ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। এতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের ও অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক। আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com