সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ এই শ্লোগান নিয়ে লাখাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদের সামন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা হ্যালিপ্যাড মাঠে আলোচনা সভায় মিলিত হয়। দুপুর ১২টায় হ্যালিপ্যাড মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জিতা কর্মকারের সভাপতিত্বে ও পজিব কর্মকর্তা কে এম আঃ শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, উজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোর্শেদ জাহিদ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মহি উদ্দিন চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম রায়, উপজেলা ছাত্রলীগ আহবায়ক খাইরুদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৯টায় হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে বর্ণিল আতশবাজি অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com