স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার হাসপাতাল এলাকার লন্ডন প্রবাসী ফখরুল আলমের কাছ থেকে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসের পাওনা টাকা উদ্ধার করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম (পিপিএম-সেবা)। ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসের আবেদনের প্রেক্ষিতে গতকাল অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে উভয়পক্ষ নিয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা শেষে লন্ডন প্রবাসী ফখরুল আলমের পক্ষে ৫ লাখ টাকা দেয়ার সম্মতি প্রকাশ করা হয়। পরে লন্ডন প্রবাসীর পক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের আওতায় উভয়পক্ষ নিয়ে সমঝোতায় বসে বিরোধ নিষ্পত্তি করেছি। এর মাধ্যমে সুদীর্ঘ এক যুগ পূর্বের পাওনা টাকা ফিরে পান ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস।
এক প্রতিক্রিয়ায় ফরহাদ আহমেদ আব্বাস বলেন, আমার বিশ্বাস প্রশাসনের কর্মকর্তাগণ আন্তরিক হলে মামলা মোকদ্দমা ছাড়াই এরূপ অনেক সমস্যার সমাধান সম্ভব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com