হবিগঞ্জ পৌরসভায় প্রায় সাড়ে ৮ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সারা দেশের ন্যায় হবিগঞ্জেও পালিত হয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড। সকালে হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশানার আব্দুল মোতালিব মমরাজ, হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস ও কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মেয়র ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংশ্লিøষ্টদের প্রতি আহবান জানান। হবিগঞ্জ পৌরসভায় ৮ হাজার ৪৪৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ৬ মাস হতে ১ বছরের নিচে শিশুদের নীল ক্যাপসুল ও ১ বছর হতে ৫ বছরের নিচে শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com