স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে বাস উল্টে মহিলাসহ ২৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারনে চালক রাস্তার অবস্থান নির্ধারণ করতে না পারায় বাসটি রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, সিলেট থেকে ঢাকা গামী উমর পরিবহনের গাড়িটি অলিপুর নামক স্থানে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। আহতদেরকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com