জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে স্মরণকালের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লাল-সবুজের ক্যাপ, শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের লোগো সম্বলিত সাদা রঙের গেঞ্জি শোভাযাত্রাকে আরো সুন্দর করে তোলে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, রোভার স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে শোভাযাত্রাটি স্মরণীয় হয়ে ওঠে।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন, মুক্তিযোদ্ধা প্রাণেশ দত্ত, প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, রিয়াজ উদ্দিন বাবর প্রমূখ। মধ্যাহ্ন বিরতীর পর ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় বড় পর্দায় ঢাকা থেকে সরাসরি সম্প্রচার করা হয় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এবং রাত পৌনে ৯টায় চোখ ধাঁধানো বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com