স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে আল-আমিন (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়ে গেছে। সে বানিয়াচঙ্গ উপজেলার জিন্নতপুর গ্রামের সাদিক মিয়ার পুত্র। সে দীর্ঘদিন ধরে শায়েস্তানগর ইকরা মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে থেকে লেখাপড়া করে আসছে। শুক্রবার বিকেলে মাদ্রাসা থেকে পাশর্^বর্তী দোকানে গিয়ে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর অবশেষে কোথাও খুঁজে না পেয়ে শনিবার দুপুরে আল-আমিনের মা ফুল মালা আক্তার সদর থানায় একটি জিডি করেন।
সদর থানার ওসি মাসুক আলী জানান, আল-আমিনকে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com