চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাটির দেয়াল চাপা পড়ে বেগমুন্নেছা (৫০) নামে এক মহিলার প্রাণহানি ঘটেছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত বেগমুন্নেছা উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল (খাশপাড়া) গ্রামের মামদ আলীর স্ত্রী। গতকাল শনিবার সকালে জানাজা নামাজ শেষে বেগমুন্নেছার দাফন সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লোহার শাবল দিয়ে পুরোনো মাটির ঘর ভাঙ্গার কাজ করছিলেন বেগমুন্নেছা। মাটির দেয়ালে আঘাত করার এক পর্যায়ে হঠাৎ পুরো দেয়ালটি তার উপর পড়ে যায়। সাথে সাথে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে বেগমুনেচ্ছা মারা যান। শনিবার সকালে জানাজার নামাজ শেষে বেগমুন্নেছার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com