মোঃ মামুন চৌধুরী ॥ প্রকৃত কৃষকদের কাছ থেকেই আমন ধান সংগ্রহ করা হবে। তাই আমন ধান সংগ্রহে জেলার শায়েস্তাগঞ্জে লটারির মাধ্যমে নির্ধারণ হলো ২৯০ কৃষকের ভাগ্য। শায়েস্তাগঞ্জে কৃষকদের কাছ থেকে সরকার ন্যায্য মূল্যে আমান ধান সংগ্রহ করবে। এতে ভাগ্যবান কৃষকরা মহাখুশি। এমন সুযোগ করে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
সূত্র জানায়, সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমন ধান সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে ২৯০ জন কৃষকের নাম নির্ধারণ করা হয়। ইউএনও সুমী আক্তার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা খাদ্য কর্মকর্তা ফয়জুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, উপ-খাদ্য পরিদর্শক মোহাম্মদ আমিনুল হক, উপ-সহকারি কৃষি অফিসার তোফায়েল আহমেদ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাহবুবুল হক, আব্দুল কাদির আসাদ, মহিউদ্দিন দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও সুমী আক্তার জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার ১ হাজার ১৩২ জন কৃষকের মাঝে লটারির মাধ্যমে ২৯০ জন কৃষকের নাম নির্ধারণ করা হয়। তাদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করা হবে।