এসএম সুরুজ আলী ॥ আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর হবিগঞ্জের কৃতি সন্তান ও মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম চীফ অব স্টাফ মরহুম মেজর জেনারেল মো. আব্দুর রবের ৪৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এ দিনে ৫৬ বছর বয়সে রক্তশূন্যতা জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পর তাকে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর তীরে উমেদনগর গ্রামের গোরস্তানে দাফন করা হয়। চিরকুমার এ স্বাধীনতা সংগ্রামী ১৯১৯ সালে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে সিলেট এমসি কলেজ হতে স্নাতক ডিগ্রী লাভের পর তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী লাভ করে তৎকালীন বৃটিশ-ভারত সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৪৪ সালে সেনাবাহিনীতে কমিশন লাভের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বার্মা, মালয়, সুমাত্রা, জাভা এবং পরবর্তীকালে ১৯৬৫ সালে কাশ্মীর সীমান্তে যুদ্ধ ও প্রতিরক্ষায় সক্রিয় অংশ গ্রহণ করেন। পাকিস্তান সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর লেফটেন্যান্ট কর্ণেল পদে থাকাকালে ১৯৭০ সালে অবসর গ্রহণের পর রাজনীতিতে যোগ দেন। একই বছর তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসাবে বানিয়াচং-নবীগঞ্জ-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকা থেকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বৃহত্তর সিলেট অঞ্চলে প্রতিরোধ সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com