স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনের ভাগ্নী আমেরিকার মিশিগান প্রবাসী সৈয়দা জেনিফার জেনি পূর্ণা ও জামাতা ফিলিস্তিন প্রবাসী সেমি আল্ কর্ণির পক্ষ থেকে হবিগঞ্জ আহছানিয়া মিশনের ৩৭ এতিম শিশু সহ সংশ্লিষ্ট মিশনের দুই মাওলানার মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। সাংবাদিক তুহিনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে আহছানিয়া মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মোঃ রবিউল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও মিশন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান, প্রবীন আইনজীবী দেওয়ান মসউদ চৌধুরী, লন্ডন প্রবাসী এম এ মুনিম চৌধুরী বুলবুল, বিশিষ্ট আইনজীবী লুৎফুর রহমান ও ব্যবসায়ী সিরাজুল ইসলামসহ সমাজের বিভিন্ন স্তরের নানা পেশার মানুষ। একই সময় সাংবাদিক তুহিনের পিতা মাতার স্মরণে গঠিত ছা’আদত-ছালেমা চৌধুরী স্মৃতি পর্ষদের পক্ষ থেকে ২০১৯ পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীকে সমাজসেবায় অবদানের জন্য পদক তুলে দেন সাংবাদিক তুহিন।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও সংশ্লিষ্ট পর্ষদের পক্ষ থেকে ৭ বিশিষ্ট গুণীজনকে-২০১৯ পদক প্রদান করা হয় গত রমজান মাসে। তখন শহীদ উদ্দিন চৌধুরী অনুপস্থিত থাকায় ওইদিন তাকে পূর্ব নির্ধারিত পদক তুলে দেয়া হয়।
ছা’আদত-ছালেমা চৌধুরী পদক গ্রহণ করলেন শহীদ চৌধুরী
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com