স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষ ও হামলায় ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত দুলাল মিয়া (২৫), শাহেদা খাতুন (৪৫), তাজু মিয়াকে (৫৫) হবিগঞ্জ আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সূত্র জানায়, তাজু মিয়ার প্রতিবেশী লিটন মিয়া গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষ বুধবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, সংঘর্ষের খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com