স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে জনসমাবেশ করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল দুপুর ১২টায় শহরের সুলতানীয়া লাইব্রেরী পয়েন্টে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, জেলা বিএনপি সদস্য সর্দার এম এ মন্নান, সদস্য সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, হবিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ক্বারী মোঃ কবীর হোসেন, জেলা ওলামা দল সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ্ নোমান, বাহুবল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জেলা তাঁতী দল সাধারণ সম্পাদক মোঃ শফি কাইয়ূম, জেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, বিএনপি নেতা মুকিম চৌধুরী, জেলা ওলামা দল সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক শেখ সোহেল ও আজিজুর রহমান আজিজ, জেলা তাঁতী দল যুগ্ম সম্পাদক আবুল কালাম, লিটন সরকার, শংকর বনিক, বিএনপি নেতা আব্দুল লতিফ, মোঃ সামছু মিয়া, হাবিবুর রহমান, মোঃ সুমন মিয়া, মোঃ নুরুল ইসলাম, জিল্লুর রহমান জিল্লু, মীর কামরুজ্জামান রুবেল, মাওলানা নজরুল ইসলাম, মোঃ শামীম মিয়া, এনাম খাঁন, জলিল সরকার, সালাম আল মুক্তাদির, রাখাল সরকার, শেখ রাসেল, আজিজুর রহমান আনিস, রবিন আহমেদ প্রমূখ। সভায় বক্তারা অনতিবিলম্বে দেশবিরোধী সকল অবৈধ চুক্তি বাতিল করে দেশব্যাপী গুম-খুনের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিক করার দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com