স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি সুরাবই গ্রামের আলা উদ্দিনের ছেলে রতন মিয়া ও চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি চরহামুয়া গ্রামের আব্দুল মতিনের কন্যা আছিয়া খাতুন। গতকাল শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।