সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয়ের গ্রীলের সীমানা প্রাচীরের সুচালো শিকে বিদ্ধ হয়ে মোঃ রুপন মিয়া নামে ১২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রুপন মিয়া লাখাই ১নং ইউনিয়নের রুহিতনসী গ্রামের মোঃ আলতাফ মিয়ার ছেলে।
এলাকাবাসী ও এসিআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, শনিবার বিকেলে বিদ্যালয় এলাকায় গাছের পাখির বাসা থেকে পাখি ধরতে গিয়ে পা ফসকে গাছ থেকে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের লোহার সূচালো শিকে বিদ্ধ হয় রুপন মিয়া। খবর পেয়ে রুপন মিয়ার আত্মীয়-স্বজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। হবিগঞ্জ থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গতকাল রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রুপন মিয়া।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com