মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০১৯ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউএনও সুমী আক্তার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী খেলা নূরপুর ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ২-১ গোলে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ জয়ী হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমানের দিক নির্দেশনায় ও সমাজসেবক জালাল উদ্দিন রুমীর পরিচালনায় তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় শায়েস্তাগঞ্জ, নূরপুর, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ ও শায়েস্তাগঞ্জ পৌরসভা অংশগ্রহণ করে। ১৩ সেপ্টেম্বর ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মধ্যকার খেলায় জয়ী দল ১৪ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাথে ফাইনাল খেলবে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার।
নূরপুরকে হারিয়ে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ফাইনালে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com