নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটের উত্তর বাজার থেকে ১৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯ ক্যাম্প শ্রীমঙ্গলের টহল বাহিনী। ২৯ আগস্ট র্যাবের টহল চুনারুঘাট উত্তর বাজারে অভিযান চালিয়ে উজ্জল ভিলা থেকে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে তাদের পকেট থেকে ১৫২ পিস ইয়াবা পাওয়া যায়। আটক ব্যক্তিরা হলেন- পৌর শহরের বাল্লারোডস্থ বাবরু মিয়ার ছেলে ফেরদৌস (২৯) ও উত্তর বাজার এলাকার চান মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২৯)
এ ঘটনায় ৩০ আগস্ট র্যাব ৯ এর এসআই ইমদাদুল হক বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটকদের পুলিশে সোপর্দ করেন।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আটক দুইজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। র্যাব জানায় আটক ফেরদৌস ও মোস্তাফিজুর কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে মাদক পাচার হয়, এমন সংবাদের ভিত্তিতে র্যাব তাদের আস্তানায় হানা দিয়ে তাদেরকে অটক করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com