স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং বড়বাজার শাহজালাল মার্কেটে মুর্শেদ টেলিকমে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করেছে। দোকান ঘরের উপরে চালের টিন খোলে চোরেরা ভেতরে প্রবেশ করে। এই দু:সাহসিক চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীরা চোর আতঙ্ক ভোগছেন। গত সপ্তাহে উপজেলা প্রশাসনের অফিসার্স কোয়ার্টারে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনাও ঘটেছে। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও চুরির রহস্য উদঘাটিত হয়নি।
মুর্শেদ টেলিকমের মালিক মুক্তাদির মিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন সকাল ৯টার দিকে দোকানের সামনের সাটার খোলে দেখেন দোকানের মালপত্র তছনছ করা। দোকানের পেছনে তাকিয়ে দেখেন ওপরের সিলিংয়ের ফ্লাইবোড এলোমেলো ও চালের টিন খোলা। চোরেরা চালের টিন খোলে ভেতরে প্রবেশ করে ১৫টি স্মার্ট ফোনসেটসহ দেড় লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com